Blog Post

CNTV CTG > বিনোদন > বন্ধুরা বেশি টাকা আয়ের জন্য মডেলিংয়ে যেতে বলেছিলেন, তারপর…

বন্ধুরা বেশি টাকা আয়ের জন্য মডেলিংয়ে যেতে বলেছিলেন, তারপর…

অভিনয়ের চেয়ে বেশি রূপের জাদু দিয়ে ভক্তদের কাছে পরিচিতি পাওয়া জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মনিকা বেলুচ্চি। এই অভিনেত্রীর ইচ্ছা ছিল আইনজীবী হবেন। কিন্তু ঘটনাক্রমে হয়ে গেলেন সিনেমার নায়িকা। তবে শুরুটা ঘটনাক্রমে। সাড়াজাগানো এই অভিনেত্রীর আজ জন্মদিন। তিনি ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বিশেষ এই দিনে ছবিতে সাড়াজাগানো অভিনেত্রীর জানা-অজানা দিকগুলো দেখে নিতে পারেন।

১ / ৬

শৈশবে মা-বাবাকে আর্থিক অবস্থায় ভালো দেখেননি। তাই চেয়েছিলেন, যেভাবেই হোক পরিবারের পাশে দাঁড়াবেন। অল্প বয়সেই পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজতে থাকেন। একসময় রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ নেন। এখান থেকেই বেশি আয়ের পথ দেখিয়ে বন্ধুরা মডেলিংয়ে পা দিতে বলেন।

শৈশবে মা-বাবাকে আর্থিক অবস্থায় ভালো দেখেননি। তাই চেয়েছিলেন, যেভাবেই হোক পরিবারের পাশে দাঁড়াবেন। অল্প বয়সেই পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজতে থাকেন। একসময় রেস্তোরাঁয় ওয়েট্রেসের কাজ নেন। এখান থেকেই বেশি আয়ের পথ দেখিয়ে বন্ধুরা মডেলিংয়ে পা দিতে বলেন।ছবি: আইএমডিবি

২ / ৬

 বন্ধুদের কথায় মাত্র ১৩ বছর বয়সেই তিনি মডেলিং শুরু করেন। দেখতে আবেদনময়ী হওয়ায় তাঁকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক মডেলিং করতে থাকেন। ভাগ্য খুলে যায়। মাত্র ১৬ বছর বয়সে তাঁর প্রেমে পড়েন মডেলিং জগতের অনেকে। সেই ক্যারিয়ার কখনোই ভাটা পড়েনি।

বন্ধুদের কথায় মাত্র ১৩ বছর বয়সেই তিনি মডেলিং শুরু করেন। দেখতে আবেদনময়ী হওয়ায় তাঁকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক মডেলিং করতে থাকেন। ভাগ্য খুলে যায়। মাত্র ১৬ বছর বয়সে তাঁর প্রেমে পড়েন মডেলিং জগতের অনেকে। সেই ক্যারিয়ার কখনোই ভাটা পড়েনি।ছবি: আইএমডিবি

৩ / ৬

৩৪ বছর আগে ১৯৯০ সালে প্রথম বিয়ে করেছিলেন মনিকা। ক্লাডিও কার্লোস বাসোর ক্যামেরার সামনে পোজ দিতে দিতে হৃদয়টাও দিয়ে বসেছিলেন। মাত্র ২৬ বছর বয়সে মালা পরিয়েছিলেন ইতালীয় সেই আলোকচিত্রীকে। কিন্তু প্রেমের চেয়েও স্বল্পস্থায়ী হয়েছিল সেই বিয়ে। ১৮ মাসের মাথায় বিচ্ছেদপত্রে সই করেন মনিকা।

৩৪ বছর আগে ১৯৯০ সালে প্রথম বিয়ে করেছিলেন মনিকা। ক্লাডিও কার্লোস বাসোর ক্যামেরার সামনে পোজ দিতে দিতে হৃদয়টাও দিয়ে বসেছিলেন। মাত্র ২৬ বছর বয়সে মালা পরিয়েছিলেন ইতালীয় সেই আলোকচিত্রীকে। কিন্তু প্রেমের চেয়েও স্বল্পস্থায়ী হয়েছিল সেই বিয়ে। ১৮ মাসের মাথায় বিচ্ছেদপত্রে সই করেন মনিকা।ছবি: আইএমডিবি

৪ / ৬

তাঁর ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘দ্য অ্যাপার্টমেন্ট’ শুটিংয়ের সময় সহশিল্পী ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে প্রেম হয়। তিন বছর পর হলো আংটি আর মালাবদল। এই জুটি এক ছাদের নিচে ছিলেন দীর্ঘ ১৪ বছর। তাঁদের সংসারে জন্ম নেওয়া দুই মেয়ে ডেভা (১৬) আর লিওনি (১০)। আবার তিনি একা হয়ে পড়েন।

তাঁর ক্যারিয়ারের অন্যতম সিনেমা ‘দ্য অ্যাপার্টমেন্ট’ শুটিংয়ের সময় সহশিল্পী ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে প্রেম হয়। তিন বছর পর হলো আংটি আর মালাবদল। এই জুটি এক ছাদের নিচে ছিলেন দীর্ঘ ১৪ বছর। তাঁদের সংসারে জন্ম নেওয়া দুই মেয়ে ডেভা (১৬) আর লিওনি (১০)। আবার তিনি একা হয়ে পড়েন।ছবি: আইএমডিবি

৫ / ৬

খোলামেলা অভিনয়ের জন্য তিনি ‘ম্যালেনা’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনার মুখোমুখি হন। ‘ইরিভারসিবল’, ‘আন্ডার সাসপিসিওন’ সিনেমাগুলোতে অভিনয়ের পাশাপাশি তিনি নগ্নতার জন্য বিতর্কিতও হন। তবে সমালোচনা বা বিতর্ককে কখনোই তিনি পাত্তা দেননি।

খোলামেলা অভিনয়ের জন্য তিনি ‘ম্যালেনা’ সিনেমা দিয়ে সবচেয়ে বেশি আলোচনা ও সমালোচনার মুখোমুখি হন। ‘ইরিভারসিবল’, ‘আন্ডার সাসপিসিওন’ সিনেমাগুলোতে অভিনয়ের পাশাপাশি তিনি নগ্নতার জন্য বিতর্কিতও হন। তবে সমালোচনা বা বিতর্ককে কখনোই তিনি পাত্তা দেননি।ছবি: মনিকা বেলুচ্চির ইনস্টাগ্রাম থেকে

৬ / ৬

ইতালিয়ান এই অভিনেত্রী ৫০ বছর বয়সে এসেও সুন্দরীদের মধ্যে শীর্ষ তালিকায় ছিলেন। তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয়, বয়স কত! এবার তিনি ৬০ বছর বয়সে পড়লেন। এখনো যেন বয়স তাঁকে ছুঁতে পারেনি। ‘এজ ইজ জাস্ট আ নাম্বার’—এ কথা মনিকা বেলুচ্চির ক্ষেত্রে বলাই যায়।

ইতালিয়ান এই অভিনেত্রী ৫০ বছর বয়সে এসেও সুন্দরীদের মধ্যে শীর্ষ তালিকায় ছিলেন। তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয়, বয়স কত! এবার তিনি ৬০ বছর বয়সে পড়লেন। এখনো যেন বয়স তাঁকে ছুঁতে পারেনি। ‘এজ ইজ জাস্ট আ নাম্বার’—এ কথা মনিকা বেলুচ্চির ক্ষেত্রে বলাই যায়।ছবি: মনিকা বেলুচ্চির ইনস্টাগ্রাম থেকে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *