Blog Post

CNTV CTG > বিনোদন > বন্যাদুর্গতদের জন্য কানাডায় চার ব্যান্ডের কনসার্ট

বন্যাদুর্গতদের জন্য কানাডায় চার ব্যান্ডের কনসার্ট

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যাদুর্গতদের সহায়তায় কনসার্ট করেছে কানাডার অটোয়াভিত্তিক চারটি ব্যান্ড।

গত শনিবার কানাডাস্থ অটোয়ার আলগনকুইন কমন্স থিয়েটারে ‘অপার্থিবের আবছা নীল কণা–লাইভ’ শীর্ষক কনসার্টে গেয়েছে অটোয়াভিত্তিক ব্যান্ড অপার্থিব, বিদ্রোহী, গহিন ও ম্যান অন বাইক।

এ কনসার্টের উদ্যোক্তা অপার্থিব ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকালিস্ট সালেহিন চৌধুরী জানান, এ কনসার্টের উপার্জিত প্রায় দুই লাখ টাকা প্রথমে শেরপুরের বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

‘অপার্থিব’ ব্যান্ডের পরিবেশনা

‘অপার্থিব’ ব্যান্ডের পরিবেশনাআয়োজকদের সৌজন্যে

কনসার্টের সহযোগী হিসেবে ছিল মিউজিশিয়ানদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘গেট আপ স্ট্যান্ড আপ’।

কনসার্টে অপার্থিব ব্যান্ডের নতুন অ্যালবাম ‘আবছা নীল কণা’ উন্মোচনও করা হয়। এ ছাড়া অনুষ্ঠানের সব ভেন্যু এবং টেকনিক্যাল খরচ বহন করেছে প্রিন্স মর্টগেজ টিম ডমিনিয়ন লেন্ডিং সেন্টারস ন্যাশনাল।

কনসার্টে ‘বাঙাল’, ‘রূপকথা’ ‘সাগরের প্রণয়’, ‘তুমি নেই’, ও ‘যোদ্ধা’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে অপার্থিব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *