Blog Post

CNTV CTG > বাংলাদেশ > চকরিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

চকরিয়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও সহসম্পাদক শিব্বির আহমদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের এই দুই নেতাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫ এর একটি দল।

মহিউদ্দিনের পরিবারের লোকজন বলেন, মহিউদ্দিন ও শিব্বির আহমদসহ পাঁচজনের যৌথ মালিকানায় কেনা একটি ড্রাম ট্রাক রয়েছে। ওই গাড়ির বিষয়ে একটি প্রত্যয়নের জন্য মঙ্গলবার বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে যান মহিউদ্দিন ও শিব্বির আহমদ। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দুজনকে বিএনপি নেতা–কর্মীদের গাড়িবহরে হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আইনজীবী সুজা উদ্দিন বলেন, মহিউদ্দিন ও শিব্বির আহমদের জামিনের জন্য চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছিল। তবে আদালত দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *