Blog Post

CNTV CTG > বাংলাদেশ > নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করার আহ্বান সারজিস আলমের

নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করার আহ্বান সারজিস আলমের

‘আমাদের মধ্যে বিভাজন দূর না হলে ফ্যাসিবাদ গোষ্ঠী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’ নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থী ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম এ কথা বলেন। বুধবার শহরের মাসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সভা হয়।

ওই সভায় নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। সারজিস আলমের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।

সভায় সারজিস আলম নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া আন্দোলনে যাঁদের সক্রিয় ভূমিকা ছিল, তাঁদের সমন্বয়ে নারায়ণগঞ্জে একটি সমন্বিত কমিটি গঠনের জন্য উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের অন্যতম সংগঠক ফারহানা মানিক বলেন, সমন্বয়ক সারজিস একটা ইন্টারনাল মিটিংয়ের জন্য নারায়ণগঞ্জে এসেছিলেন। সেখানে নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় শিক্ষার্থী ও সংগঠকদের সঙ্গে তিনি বসেছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মিটিংটা হয়। সভার কোনো ধরনের ছবি, ভিডিও, অডিও করা রেস্ট্রিক্টেড ছিল।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সামিয়া মাসুদ মমো, কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, তোলারাম কলেজের শিক্ষার্থী নিরব রায়হান, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাফারিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *