Blog Post

CNTV CTG > অপরাধ > হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা কালা মাসুদ গ্রেপ্তার

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা কালা মাসুদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মাসুদ আলী ওরফে কালা মাসুদ। তিনি উত্তরা ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।

আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তুরাগের আহালিয়া এলাকা থেকে মাসুদ আলীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উত্তরা–পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলমগীর হোসেন হত্যাসহ উত্তরা–পশ্চিম থানার পাঁচটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মাদক মামলাও রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *