২০২৪ সালটা কারিনার সাফল্য দিয়েই শুরু হয়েছে। কমেডি ছবি ক্রু–তে তাঁর দুরন্ত অভিনয় প্রশংসিত হয়েছে। বক্স অফিসেও ছবিটি ভালো ব্যবসা করেছে। অন্যদিকে গত ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে কারিনা অভিনীত ‘দ্য বাকিংহাম মার্ডারস’। হংসল মেহতার এই ছবি বক্স অফিসে ঝড় না তুললেও কারিনার অভিনয়ের তারিফ করেছেন সমালোচকেরা। ছবিতে দেখা গেছে মেকআপ ছাড়া কারিনাকে। বাণিজ্যিক ছবির জনপ্রিয় অভিনেত্রীকে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে ভোগা এক গোয়েন্দার চরিত্রে দেখে অনেকেই চমকে গেছেন। এদিকে আগামী ডিসেম্বরে আসতে চলেছে তাঁর আরেক ছবি‘ সিংহাম এগেইন’। রোহিত শেঠি পরিচালিত এ ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে তাঁকে। সব মিলিয়ে বছরটা কারিনার ভালোই কাটতে চলেছে।
আগামী বছর অভিনয়জীবনের ২৫ বছর পার করবেন কারিনা কাপুর খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এক ‘গোপন মন্ত্র’ ফাঁস করেছেন এই বলিউড অভিনেত্রী। তিনি মনে করেন, ক্যারিয়ারের দুই যুগ পার করেও যে তিনি প্রাসঙ্গিক, তার পেছনে রয়েছে ‘উচ্চাকাঙ্ক্ষা’। তবে এমন কিছুর পেছনে তিনি ছোটেন না, যা তাঁকে মানসিকভাবে কষ্ট দেয়।
কারিনা কাপুর খানসংগৃহীত
এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি মনে করি, জীবনে উচ্চাকাঙ্ক্ষী হওয়া প্রয়োজন। কিন্তু সে জন্য নিজেকে বিভ্রান্ত করার বা মানসিক কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এমন কোনো প্রত্যাশা, যা আমার মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে, তা আমার মোটেও পছন্দ নয়। সাফল্য আর জীবন—দুটি আলাদা বিষয়। এই দুইয়ের মধ্যে সমতা বজায় রেখে চলা অত্যন্ত জরুরি।’ কারিনা জানান, এই মন্ত্র তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন। সাক্ষাৎকারে চাচাতো ভাই রণবীর কাপুরকে প্রশংসায় ভাসান কারিনা। তাঁর কথায়, ‘একজন অভিনেতার মন দিয়ে নিজের অভিনয় করা উচিত। সিক্স প্যাক বা এইট প্যাক পেশি বানানোর দিকে এখনকার অভিনেতারা বেশি ঝুঁকছেন। রণবীর জানে অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে। সবাই তার অভিনয়দক্ষতা নিয়েই বেশি কথা বলেন। রণবীর অভিনেতা হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছে।’