Blog Post

CNTV CTG > বাণিজ্য > তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল বিডিকম

তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল বিডিকম

করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্সের জন্য তৃতীয়বারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড।

৫ অক্টোবর ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কর্তৃক রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২৩–এ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো এ পদক পায় বিডিকম অনলাইন।

বিডিকমের পক্ষে পদকটি গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম (অব.)। অনুষ্ঠানে পদক প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবারের মতো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বিডিকম অনলাইন। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *