Blog Post

CNTV CTG > চাকরি > চট্টগ্রাম বন্দরে বড় নিয়োগ, পদ ১৫৩

চট্টগ্রাম বন্দরে বড় নিয়োগ, পদ ১৫৩

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট ১৫৩ জনকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর

পদসংখ্যা: ৩

যোগ্যতা: বিজ্ঞানে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এবং সেফটি মেজারস কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, পিজিয়ন চেস্টসহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নক নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

আরও পড়ুন

পিএসসি চেয়ারম্যানসহ পদত্যাগ করলেন ১২ সদস্য

আরও পড়ুন

ডিএনসিসিতে বড় নিয়োগ, পদ ১৫৮

২. পদের নাম: ফায়ার ফাইটার

পদসংখ্যা: ৫০

যোগ্যতা: এসএসসি পাস। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, পিজিয়ন চেস্টসহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নক নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: অনুর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আরও পড়ুন

পিকেএসএফে চাকরি, বেতন ১ লাখ ৮২ হাজার, আছে সার্বক্ষণিক গাড়ি

৩. পদের নাম: নিরাপত্তা রক্ষী

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: এসএসসি পাস। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পর্যন্ত শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি, ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ড। নারী প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি; ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ড। পুরুষ ও নারী উভয় প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্থাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। বর্ণান্ধ হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক। দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, পিজিয়ন চেস্টসহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নক নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ২১, আবেদন ফি ৫০০

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন

পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, বেতন স্কেল ২২০০০-৫৬,৫০০

আবেদন ফি

অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পে নাউ অপশনে ক্লিক করে প্রার্থীকে অন লাইনে ফি জমা দিতে হবে। আগামী ১৭ নভেম্বরের মধ্যে ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২৪, রাত ১২টা পর্যন্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *