Blog Post

CNTV CTG > খেলা > দুই ছেলের ঝগড়া থামালেন মেসি

দুই ছেলের ঝগড়া থামালেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। বড় জয়ে ইন্টার মিয়ামি এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে। সেইসঙ্গে সাপোর্টাস শিল্ড শিরোপা উদযাপনে মেতেছিল আর্জেন্টাইন কিংবদন্তি ও ফ্লোরিডার ক্লাবটি। উদযাপন করতে গিয়ে সন্তানদের ঝগড়াও থামাতে হয়েছে বিশ্বজয়ী মহাতারকাকে।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ৩ পয়েন্টে এমএলএসের নিয়মিত মৌসুমে মায়ামির মোট পয়েন্ট হয় ৭৪, যা ২০২১ সালে এই নিউ ইংল্যান্ডের ৭৩ পয়েন্টের রেকর্ডের চেয়ে ১ বেশি।

ওই দিন সাপোর্টার্স শিল্ড নিয়েও বাঁধনহারা উদ্‌যাপনে মাতে মায়ামি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মাঠে উপস্থিত হয়ে দেন আরেক সুখবর। ইনফান্তিনো ঘোষণা দেন, ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মায়ামি। সব মিলিয়ে দিনটা মেসির জন্য বেশ আনন্দময় ছিল।

দল ও পরিবারকে সঙ্গে নিয়ে মেসি সেদিন মাঠে উদ্‌যাপনও করেছেন বেশ। এ সময় তাঁকে সঙ্গ দিয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। একই সময়ে স্ত্রী–সন্তানদের সঙ্গে উদ্‌যাপন করতে দেখা গেছে লুইস সুয়ারেজকেও।

সেদিন মেসিকে অবশ্য এক পর্যায়ে থামাতে হয়েছিল নিজের উদ্‌যাপন। মূলত পরিবারের দুই সদস্যের ঝগড়া থামাতেই উদ্‌যাপনে বিরতি দিতে হয়েছিল মেসিকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, মেসির দুই ছেলে থিয়াগো (১১) ও চিরো (৬) একে–অপরের মুখোমুখি দাঁড়িয়ে তর্ক করছে। দুই ভাইয়ের দ্বন্দ্বের পেছনে ছিল ম্যাচে মেসির হ্যাটট্রিক করা বলটি।

থিয়াগোর দাবি ছিল তার কাছ থেকে চিরো বলটি কেড়ে নিয়েছে। ফলে সে ছোট ভাইকে বলটি ফেরত দিতে বলে। সে সময় থিয়াগোকে বলতে শোনা যায়, ‘এটা আমার’। কিন্তু বড় ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে চিরো সেই বল নিয়ে খেলতে শুরু করে দেয়।

এরপর তাৎক্ষণিকভাবে মেসির উদ্দেশে থিয়াগোকে কিছু বলতে দেখা যায়। বড় ছেলের কথা শুনে মেসি ছোট ছেলে চিরোকে থামিয়ে দেন এবং বল দিয়ে দিতে বলেন। বাবার কথা শুনে একটু পর খানিকটা বিরক্তি নিয়েই হাতে না দিয়ে বড় ভাইয়ের দিকে বল ছুড়ে মারে চিরো। পরে সেই বল গিয়ে কুড়িয়ে নেয় থিয়াগো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *