Blog Post

CNTV CTG > খেলা > ব্যালনডি’আর যেই জিতুক মার্তিনোর কাছে বিশ্বসেরা মেসি

ব্যালনডি’আর যেই জিতুক মার্তিনোর কাছে বিশ্বসেরা মেসি

সোমবার প্যরিসে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। যেই তালিকায় এবার সবার ওপরের দিকে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছেন ভিনি। দলের হয়ে করেছেন ২৪টি গোল ও ১১টি অ্যাসিস্ট।

এটা (ব্যালন ডি’অর) কখনোই এমন কিছু ছিল না, যা আমার মনোযোগ কেড়েছে। আমার কাছে এটাও পরিষ্কার নয়, পুরস্কারটি বিশ্বসেরার স্বীকৃতি, না বছরের সেরা।

জেরার্দো মার্তিনো, ইন্টার মায়ামি কোচ

এসিএল চোটে পড়ে আপাতত মাঠের বাইরে ছিটকে পড়া রদ্রি গত মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের হয়ে জিতেছেন ইউরো। শুধু পরিসংখ্যান দিয়ে অবশ্য এই ডিফেন্সিভ মিডফিল্ডারের অবদান বোঝানো যাবে না। ফ্রান্সের কিংবদন্তি ও বিশ্লেষক থিয়েরি অঁরির একটি মন্তব্যে ব্যাপারটা বুঝে নেওয়া যায়, ‘লোকে মিডফিল্ডারদের অবদান ভুলে যায়। তারা দলের হৃদয়। রদ্রিও ম্যানচেস্টার সিটির হৃদয়।’

ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো

ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনোএএফপি

মার্তিনোর প্রসঙ্গে ফেরা যাক। আজ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এমএলএসের প্রথম প্লে–অফ ২-১ গোলে জয়ের আগে সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে কথা বলেন মায়ামি কোচ। মার্তিনোর দাবি, ব্যালন ডি’অর পুরস্কারটি কিসের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়, সেটি তাঁর কাছে এখনো পরিষ্কার নয়, ‘এটা (ব্যালন ডি’অর) কখনোই এমন কিছু ছিল না, যা আমার মনোযোগ কেড়েছে। আমার কাছে এটাও পরিষ্কার নয়, পুরস্কারটি বিশ্বসেরার স্বীকৃতি, না বছরের সেরা।’

মার্তিনো এরপর ভিনিসিয়ুস ও মেসিকে নিয়ে বলেছেন, ‘ভিনিসিয়ুসের সম্ভবত (গত মৌসুমের সেরা) সেই যোগ্যতা আছে। কিন্তু যদি আমার কাছে জানতে চান এই মুহূর্তে কে সেরা, সেটা মেসি।’ ৩৭ বছর বয়সী মেসি ২০০৩ সালের পর এবারই প্রথমবারের মতো পুরস্কারটির জন্য মনোনীত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন। ক্যারিয়ারে রেকর্ড আটবার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
বার্সেলোনা ও মায়ামিতে মেসির সতীর্থ জর্দি আলবা মেসির বাদ পড়ায় বিস্মিত, ‘ব্যালন ডি’অরকে আমি কখনোই অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আমি মনে করি, লিওকে সব সময় সেখানে রাখতে হবে। সে ধারাবাহিকভাবে পার্থক্য গড়ে দিচ্ছে। শীর্ষ পর্যায়ের খেলায় সন্দেহের অবকাশ নেই যে সে-ই বিশ্বসেরা।’

আটলান্টার বিপক্ষে আজ মায়ামির জয়ে দ্বিতীয় গোলটির উৎস ছিলেন মেসি

আটলান্টার বিপক্ষে আজ মায়ামির জয়ে দ্বিতীয় গোলটির উৎস ছিলেন মেসিএএফপি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এবারের মৌসুমে এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) পুরস্কারের জন্য মনোনীত খেলোয়াড়দের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। এবার পুরস্কারটি জয়ে তাঁকেই ফেবারিট ভাবা হচ্ছে। ১৯ ম্যাচে ২০ গোলের পাশাপাশি ১৬টি গোলও বানিয়েছেন মেসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *