বেসরকারি আল–আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ই–মেইলেও সিভি পাঠিয়ে আবেদন করা যাবে।
- পদের নাম: হেড অব ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি/এমবিএ/বিবিএ ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে যেকোনো বিষয়ে উল্লিখিত ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, কমপ্ল্যায়েন্সে অন্তত ১২ থেকে ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট; ইসলামিক রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজমেন্ট; বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ইসলামিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। এ ছাড়া সদ্য তোলা ছবিসহ সিভি ই–মেইল বা সরাসরিও পাঠানো যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: এইচওএইচআরডি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, হেড অফিস, আল-আরাফাহ টাওয়ার, (লেভেল–১৭), ৬৩ পুরানা পল্টন, ঢাকা–১০০০। ই–মেইল: recruitment@aibl.com.bd।
আবেদনের শেষ সময়: ২ নভেম্বর ২০২৪।