Blog Post

CNTV CTG > বিশ্ব > বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যা: ইউনেস্কো

বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যা: ইউনেস্কো

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউনেস্কো জানায়, বিশ্বজুড়ে সাংবাদিকদের হত্যার ঘটনা আগের দুই বছরের তুলনায় ২০২২-২০২৩ সালে ৩৮ শতাংশ বেড়েছে৷ এই সময়ে ১৬২ জন সাংবাদিককে হত্যার নিশ্চিত তথ্য দিয়েছে সংস্থাটি৷

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাটি বলেছেন, বিশ্বজুড়ে এভাবে সাংবাদিক হত্যা বেড়ে যাওয়া ‘উদ্বেগজনক’।

ইউনেসকোর মহাপরিচালক আদ্রে আজুলে এক বিবৃতিতে বলেছেন, ‘২০২২ ও ২০২৩ এ, শুধুমাত্র সত্য অনুসন্ধানে নিজেদের মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন।’

‘সাংবাদিক হত্যাকাণ্ডের পেছনে থাকা অপরাধীদের সাজার আওতায় আনা নিশ্চিত করতে’ তিনি দেশগুলোকে আরও বেশি কিছু করার তাগাদা দিয়েছেন।

সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে, ২ বছরে ৬১ জন। সবচেয়ে কম ছয় সাংবাদিক নিহত হয়েছেন উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে।প্রতিবেদনে আরও দেখা গেছে, ২০২৩ সালে নিহত সাংবাদিকদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। মোট ৪৪ জন, ওই বছর নিহত হওয়া মোট সাংবাদিকের ৫৯ শতাংশ। ২০১৭ সালের পর যুদ্ধক্ষেত্রে সাংবাদিক নিহত হওয়ার প্রবণতা হ্রাস পাচ্ছিল।

২০২২-২৩ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ১৪ জন নারী, মোট মৃত্যুর ৯ শতাংশ। তাঁদের মধ্যে অন্তত ৫ জনের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।
সাংবাদিক খুনের প্রায় সব ঘটনাই বিচারহীন থেকে গেছে। ২০০৬ সাল থেকে ইউনেসকো বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার খবর রাখছে। সংস্থাটির হাতে থাকা তালিকা অনুযায়ী, ৮৫ শতাংশ মামলাতেই কোনো সমাধানে পৌঁছানো যায়নি বা পরিত্যক্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *